বরগুনা প্রতিনিধি:
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে বরগুনায় স্থানীয় অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন, বরগুনা ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে দ্রুত ও সহজ বিচারপ্রাপ্তির সুযোগ সৃষ্টি হচ্ছে, যা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম ও প্রেসক্লাব বরগুনার সভাপতি মোঃ সোহেল হাফিজ। তাঁরা বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও তৃণমূলমুখী ও জনগণের কাছে সহজলভ্য করতে হবে।
সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব অনিমেষ বিশ্বাস। তিনি বলেন, জনসচেতনতা ও স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত হলে গ্রাম আদালত কার্যক্রম আরও কার্যকর হবে।
অনুষ্ঠানে গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব রকিবুল ইসলাম জেলার গ্রাম আদালতের সার্বিক চিত্র তুলে ধরেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে।তিনি জানান, গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে ৬১৩টি মামলা দায়ের হয়, নিষ্পত্তি হয়েছে ৫৮২টি।
এর মধ্যে দেওয়ানী মামলা ৩৮৫টি এবং ফৌজদারী মামলা ২২৮টি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনরা অংশ নেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগণের ন্যায়বিচার পাওয়ার পথ আরও সুগম হবে।