সুজন রায় মাধবপুর (হবিগঞ্জ) :
"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: ফয়সল চৌধুরীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাকিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমরুল হাসান, এসআই মো: শাহনূর ইসলাম, মাধবপুর মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,মাধবপুর পৌর শাখার সভাপতি আব্দুর রহমান সোহাগ, মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো: রাকিবুল ইসলাম, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান প্রমূখ।
এ জাতীয় আরো খবর..