মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ :
রূপগঞ্জের মাদক,সন্ত্রাস, কিশোরগ্যাং দমনে আইন শৃঙ্খলা বাহীনি কঠোরভাবে যৌথ অভিযান করবে পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় সড়ক দখল করলেই জেল দেয়ার হুশিয়ারি দেয়া হয়েছে।
২৯ অক্টোবর বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা সভায়
এসব হুশিয়ারী দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যৌথ বাহীনির কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, পূর্বাচল সেনাক্যাম্প কর্মকর্তা ক্যাপ্টেন তানজিল, রূপগঞ্জ সেনা ক্যাম্প কর্মকর্তা ক্যাপ্টেন নাফিজ, প্রশাসনিক কর্মকর্তা আশেকুর রহমান, গোলাকান্দাইল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, সাংবাদিক রিপন মিয়া, শাকিল আহমেদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এ জাতীয় আরো খবর..