- প্রকাশিত : ২০২৫-১০-২৯
- ১০ বার পঠিত
ইসমাইল মোজাহিদ, ফুলগাজীঃ
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৮ অক্টোবর ‘পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর ২০২৫ ইং) রাতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জামাল উদ্দিন চৌধুরী, ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীমসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে রাজনৈতিক সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় কয়েকজন নেতাকর্মী নিহত হন। বক্তারা ওই ঘটনার বিচার ও রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে জাতীয়ভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
উপজেলা আমির অধ্যক্ষ জামাল উদ্দিন চৌধুরী বলেন, “বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন। আমরা শান্তিপূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানাই।”
এসময় জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম বলেন, “দেশে গণতান্ত্রিক পরিবেশ, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সকল পক্ষকে সংযম ও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।”
সভায় বক্তারা ২৮ অক্টোবরের ঘটনাসহ রাজনৈতিক সহিংসতায় নিহতদের স্মরণ করে মোনাজাত পরিচালনা করেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..