×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৯
  • ১৬ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে স্বল্প আয়ের ও দুস্থ মানুষের জন্য ব্যতিক্রমধর্মী ‘এক টাকার বাজার’ এবং শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে শহরের মুক্ত বাজারের জুলাই চত্বর এলাকায় ফেনী জেলা যুবদলের আয়োজনে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

১ টাকার বাজারে দেওয়া হয়, চাউল ৩ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি এবং বিস্কুট ১ প্যাকেট।
এছাড়াও প্রায় ৫০০ জন শ্রমজীবী ও দিনমজুর মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল), জেলা যুবদলের সদস্য বেলাল হোসেন'সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন“যুবদল মানুষের কল্যাণে কাজ করতে চায়। তাই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আনন্দের অনুষ্ঠান না করে আমরা মানুষের ঘরে স্বস্তি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ফেনী জেলায় ৪৭ হাজার কর্মীকে একটি করে ভালো কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত বলেন
“তারেক রহমান সবসময় আমাদের মানবিকতার রাজনীতি করতে উদ্বুদ্ধ করেন। সেই অনুপ্রেরণা থেকেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। স্বেচ্ছাশ্রমে ফুলগাজীতে খালেদা জিয়া সড়ক সংস্কার যেমন করেছি, তেমনি আজ স্বল্প সামর্থ্যেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা ভালোবাসা নিয়ে মানুষের মধ্যেই থাকতে চাই।”

স্থানীয়রা মনে করছেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের চাপে এমন উদ্যোগ হতদরিদ্র মানুষের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat