×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৯
  • ১৮ বার পঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ সদর উপজেলার চাঞ্চল্যকর ও আলোচিত রাব্বি ওরফে আব্দুল্লাহ (১৬) হত্যা মামলার মূলহোতা আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর রাতুল (১৭)-কে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ও র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা-এর যৌথ অভিযানে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার মনিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাতুল (১৭) মানিকগঞ্জ সদর উপজেলার মধ্য পুটাইল এলাকার সেলিম ও মৌসুমী আক্তারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৪ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধীদের দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় আলোচিত রাব্বি হত্যা মামলার মূল আসামি রাতুলকে গ্রেফতার করা হয়।

ভিকটিম রাব্বি ওরফে আব্দুল্লাহ (১৬) মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। অপরদিকে গ্রেফতার রাতুল লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তারা একই এলাকায় বসবাস করত এবং একে অপরের পরিচিত ছিল।

হত্যাকাণ্ডের কয়েকদিন আগে থেকেই রাব্বি ও রাতুলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

গত ১১ অক্টোবর মানিকগঞ্জের পুটাইল এলাকায় কালীগঙ্গা নদীর পশ্চিম পাড়ে লক্ষীপূজা উপলক্ষে অনুষ্ঠিত মেলায় পূর্বপরিকল্পিতভাবে রাতুলসহ ৫-৬ জন রাব্বির ওপর হামলা চালায়।
এ সময় রাতুল তার হাতে থাকা ছুরি দিয়ে রাব্বির পেটের বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে রাতুলসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা (নং-১৪, তারিখ: ১৩/১০/২০২৫, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০) দায়ের করেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের স্কোয়াড কমান্ডার এএসপি মাজহারুল হক জানান,

“রাব্বি হত্যাকাণ্ডের মূলহোতা কিশোর রাতুলকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা সম্ভব হয়েছে। র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat