×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৩
  • ২০ বার পঠিত
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর :


গত ২রা নভেম্বর (রবিবার) দুপুরে নিউজ সংগ্রহের কাজে বের হয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জামালপুরের দুই সাংবাদিক — আল আমিন ও হাতেম আলী খাদেম।

জানা যায়,  আল আমিন  জাতীয় দৈনিক  ভোরের  সময় ও মুভি বাংলা  টেলিভিশন  এর জেলা প্রতিনিধি  এবং হাতেম আলী খাদেম  ইসলামি  টেলিভিশন এর  জামালপুর প্রতিনিধি( সাবেক)  দৈনিক  মালঞ্চ বাজার পত্রিকার সম্পাদক তারা  মোটরসাইকেলযোগে মেলান্দহ উপজেলার বেলতৈল এলাকায় যাচ্ছিলেন। এ সময় হঠাৎ এক বৃদ্ধ বাইসাইকেল আরোহী সাইকেল থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাকে বাঁচাতে সাংবাদিক আল আমিন মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বাইকটি উল্টে যায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দৌড়ে এসে তাদের উদ্ধার করে পানি ঢেলে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সাংবাদিক আল আমিনের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, আল আমিনের ডান হাতের দুটি আঙুল ও ডান পা ভেঙে গেছে। তাকে দীর্ঘ সময় বিছানায় থাকতে হবে। অন্যদিকে, সাংবাদিক হাতেম আলী খাদেমের অবস্থাও আশঙ্কাজনক ছিল। তার ডান পায়ের দুটি আঙুল ভেঙে গেছে এবং একটি আঙুলের হাড় ফেটে গেছে। চিকিৎসক তাকে অন্তত ৬ সপ্তাহ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে তারা দুজনেই কিছুটা সুস্থতার পথে আছেন এবং কথা বলতে পারছেন বলে তাদের পরিবার জানিয়েছে। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত আরোগ্য লাভ করে আবার সাংবাদিকতার দায়িত্বে ফিরতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat