সাতক্ষীরা প্রতিনিধি :
সোমবার (৩ নভেম্বর) দপুরে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মো. সাইফুল ইসলাম। এর আগে সকালে অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক ফিফা রেফারি ও জেলা ক্রীড়া সংস্থা সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহিনী তাবাসসুম, জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান (বাপ্পি), জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, দাবা কোচ মিকাইল ইসলাম, টেবিল টেনিস কোচ আতিকুজ্জামান খান চৌধুরী সুমন প্রমুখ। উল্লেখ্য দাবা প্রতিযোগিতায় জেলার ৭ টি উপজেলার ৭ টি দল অংশ নেয়। দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে আশফিকুর রহমান, রানার্সআপ হয়েছেন সৌমেন কুমার ঘোষ ও ফারিয়া মাহমুদ জয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা একটি মানসিক বিকাশের খেলা। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।