গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে,জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি ও গাজীপুর-৬ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন সরকার।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সালাউদ্দিন সরকারের টঙ্গীস্থ বাসভবনে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়। পরে টঙ্গী কলেজগেট চেয়ারম্যান বাড়ী থেকে বিশাল র্যালিটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আলোচনা সভায় সালাউদ্দিন সরকার বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিন জাতি দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছিল। আজও আমাদের সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে লড়াই করে এসেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের গুরুত্ব। র্যালিতে অংশ নেন টঙ্গী থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। পুরো টঙ্গী এলাকায় র্যালি চলাকালীন সময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে সালাউদ্দিন সরকার নিজেকে গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে গাজীপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। শেষে তিনি এলাকার জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।