ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় ওভার ব্রীজ এলাকায় হানিফ পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে ভান্ডারিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত পুলিশ সদস্য মোঃ বশির হাওলাদার বেতাগী পৌরসভার মৃত আঃ সত্তার হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুরের ইন্দুরকানী থানায় কর্মরত রয়েছেন।
আহত বশির হাওলাদার জানান, ছারছীনা দরবার শরীফে মাহফিলের ডিউটি শেষে ইন্দুরকানী থানায় ফেরার পথে ভান্ডারিয়ায় ওভার ব্রীজ এলাকায় ঢাক থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী হানিফ পরিবহন ঢাকা মেন্ট্রো-ব- ১৪-৩৯৭৩ গাড়িটি মোটরসাইকেল ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকের আফিসার ডাঃ শিব্বির আহমেদ জানান, তার ডান পয়ের হাঁটুর নিচ থেকে টিবিয়া ও ফিবুলা নামক দুটো হাড় ভেঙ্গে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..