×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ১২০ বার পঠিত
মোঃ নাহিদ সিকদার, আশুগঞ্জ থেকে: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে আশুগঞ্জ খাদ্যগুদামে কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।

আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ চলবে।

অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মমর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ, আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রউফ, খাদ্যগুডামের কর্মকর্তা সোলাইমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা চাতাল কল মালিক সমিতির সভাপতি হাজী জহিরুল ইসলাম জারু, উপজেলা চাতালকল মালিক সমিতির সাবেক সভাপতি জোবায়ের হায়দার বুলু, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, শাহ আলম,হাসান ইমরান, গোলজারসহ বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ মৌসুমে আশুগঞ্জে ৪৬ হাজার ৩শ ৯৭ মেট্রিকটন ধান-চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে সিদ্ধ চাল ৪৫ টাকা দরে ৪৫ হাজার ৫শ ৩১ মেট্রিকটন, আতব চাল ৪৪ টাকা ধরে ৪শ ৪৯ মেট্রিকটন ও ধান ৩২ টাকা দরে ৪শ ১৭ মেট্রিকটন ক্রয় করবে খাদ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat