স্বাধীনবাংলা, পটুয়াখালী প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য জৈষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেককাটা, বস্ত্র ও গাছের চারা বিতরন শেষেবৃক্ষ রোপন করেন পটুয়াখালী -১ (সদর-মির্জাগঞ্জ- দুমকী) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
২৮ সেপ্টম্বর সোমবার বিকাল ৪টায় দৈনিক পটুয়াখালী বার্তা কার্যালয়ে অনুষ্ঠান শেষেগোডাউন সড়ক এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি জেলা ছাত্রলীগের সম্ভাব্য সভাপতি মো: আরিফ আল-আমিন আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী পালন উপলক্ষে গাছের চারা রোপন করেন জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ এ্যাড. তারিকুজ্জামান মনি,যুবলীগের আহবায়ক আলহাজ¦ এ্যাড. আরিফুজ্জামান রনিসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মী।
এছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি জেলা ছাত্রলীগের সম্ভাব্য সভাপতি মো: আরিফ আল-আমিন অর্থায়নে ও ব্যবস্থাপনায় কেককাটা, বস্ত্র বিতরন এবং মসজিদে দোয়া অনুষ্ঠান ও ৭৪ টি গাছের চারা রোপন ও বিতরন করা হয়েছে। এসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।