রিয়াজ, স্টাফ রিপোর্টার শেরপুর:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় এক ঝাঁক তরুন সাংবাদিক নিয়ে জানুয়ারি ২০২২সালে পথ চলা শুরু এই ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব এর।
এই ক্লাবের মাধ্যমে ঝিনাইগাতী উপজেলার সকল ধরনের সমস্যা তুলে ধরেন সকলের কাছে, অবৈধ বালু উত্তোলন, জমিজমা জোড় পূর্বক দখল,মাদক চোরাকারবারি বিরুদ্ধে আন্দোলন, সাংবাদিক হয়রানি, বাল্য বিবাহ, ঘুষ অনিয়ম দুর্নীতি ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে লেখালেখি এবং আন্দোলন করে থাকেন অত্র ক্লাবের সদস্যরা। শুধু তা নয় বন্যা যে কোন দুর্যোগ মোকাবেলায় সকলের পাশে থাকেন এই ক্লাব সদস্যরা।
এই ক্লাবের সকল সদস্য নিজেদের নিজস্ব ফান্ড দিয়ে অসহায় দরিদ্র ভুমিহীন মানুষের পাশে দাড়ান, পথ শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা করে থাকেন সব সময় পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা করে থাকেন।
এই ক্লাবের সাথে যারা যুক্ত আছেন মো: সাইফুল ইসলাম (সভাপতি), মো: সারোয়ার হোসেন ( সিনিয়র সহ-সভাপতি, সাদ্দাম হোসেন সুবর্ণ (সহ-সভাপতি, মোরাদ হোসেন চাঁন ( সাধারণ সম্পাদক), লিটন রানা (যুগ্ন সাধারণ সম্পাদক), আবু রায়হান( যুগ্ন সাধারণ সম্পাদক), মো: আনিছ আহম্মেদ ( সাংগঠনিক সম্পাদক), মনিরুজ্জামান মনির( সাংগঠনিক সম্পাদক), শান্ত শিফাত ( সাংগঠনিক সম্পাদক), সেলিম খান (দপ্তর সম্পাদক), জহুরুল হক জনি ( কোষাধ্যক্ষ), তৌহিদুর রহমান ( প্রচার ও প্রকাশনা সম্পাদক). মো: আমিনুল ইসলাম ( সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), আল-আমিন ( উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), সোহাগ (সদস্য), রাকিব (সদস্য) শাহজাহান মিয়া (সদস্য), রাব্বি (সদস্য), মো: আরিফুল ইসলাম ( সদস্য), ফুরকান আহম্মেদ(সদস্য), মো: মিজানুর রহমান (সদস্য), মেহেদী হাসান রাব্বি (সদস্য), শরিফুল ইসলাম শরিফ ( সদস্য), মো: রেজাউল করিম ( সদস্য) ।
এ জাতীয় আরো খবর..