হারুন, ফেনী প্রতিনিধিঃ
০১ ডিসেম্বর (রবিবার) দুপুর ১২ঘটিকা থেকে- সন্ধ্যা ৬ পর্যন্ত ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনী জেলাস্থ ছাগলনাইয়া উপজেলাধীন সোনাপুর নামক স্থানে ফেনী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে, উক্ত অভিযানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুভল চাকমা ও এসিল্যান্ড শিবুদাশ, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য, ছাগলনাইয়া থানার এসআই নাজমুল সহ পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করেছে। এছাড়াও সেনাবাহিনীর একটি দল দারোগারহাট নামক স্থানে রিজার্ভ হিসেবে অবস্থান করছিল। উক্ত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ৩৭টি মেশিন এবং আনুষংগিক সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। উল্লেখিত মেশিনগুলোর মধ্যে ৩৩টি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে রয়েছে যার আনুমানিক মূল্য ২৯,৭০,০০০/- টাকা এবং ০৪টি মেশিন ও আনুষংগিক সমঞ্জামাদি টাস্কফোর্স দল কর্তৃক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।
উক্ত অভিযানে বাঁধা প্রদান করার অভিযোগে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মোঃছুট্ট মিয়ার ছেলে মোঃ শাহাদাত হোসেন (৩৫), কে আটক করে জোরারগঞ্জ থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (বিজিবি৪) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ সহ সীমান্তবর্তী নদী হতে বালু উত্তোলনের ফলে সংশ্লিষ্ট এলাকা সমূহ ক্ষয়ক্ষতি রোধকল্পে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..