×
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ৬৮ বার পঠিত
সোহেল রানা, নীলফামারীঃ
নীলফামারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা পর্যায়ে সেরা পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সেরাদের প্রধান অতিথি থেকে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।
ব্র্যাকের জেলা সমন্বয়ক আকতারুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসেবে জেলা সদরের নাসরিন আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে ডোমার উপজেলার ফারহানা বিনতে আলম, সফল জননী হিসেবে ডিমলা উপজেলার ছন্দা রানী বিশ্বাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু কারী হিসেবে ডোমার উপজেলার রুপালী বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী হিসেবে জেলা শহরের ফওজিয়া ইয়াছমিন জলি।

মহিলা বিষয়ক অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, সম্মাননা প্রাপ্তদের একটি করে সনদ ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

বলেন, নির্বাচিত জয়িতাগণ বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat