×
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ৮০ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জ থেকেঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের বিকাশে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায়  প্যারাগন হোটেল এন্ড রিসোর্টে,  ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোন এর আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত ডিআইজি (ঢাকা -সিলেট -ময়মনসিংহ বিভাগ) মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।এসময় অতিরিক্ত ডিআইজি  মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, পর্যটন শিল্পকে বিকশিত এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে।  পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষায়ও  ট্যুরিস্ট পুলিশ  সবাইকে নিয়ে কাজ করছে। পর্যটকদের আরো কিভাবে আকর্ষণ করা যায় সে সব স্থানে স্থানীয় প্রশাসন ও পর্যটক শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আমরা কাজ করবো।
ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পুলিশ সুপার মোল্লা শাহীন এর সভাপতিত্বে ও  ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, এনটিভি ইউরোপ এর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রতিনিধি পিন্টু দেবনাথ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক এম এ রকিব, শফিকুর রহমান রুমন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মাহমুদ খাঁন,আধীবাসি নেতা জিডিশন প্রধান সুচিয়াং, ফিলা পত্মী,  কমলগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,মাধবপুর ইউপির সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু,জনক দেববর্মা, তাপস দাস, শহীদুল হক, নাজমুল ইসলাম,ইউপি সদস্য মিতু রায় প্রমূখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat