মাসুদুর রহমান, কিশোরগঞ্জ:
আজ ১৬ই ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যদের সাথে সাথে 31 বার তোপদ্ধতির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল সাতটায় জেলা প্রশাসক জনাব ফৌজিয়া খান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল আটটায় সার্কিট হাউজ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় পুলিশ সুপার সাথে ছিলেন। সকাল দশটায় পুরাতন স্টেডিয়ামে বিজয় মেলার উদ্বোধন করা হয়। বিকাল
৩টায় সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসনএবং পৌর প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। বিকেলে কিশোরগঞ্জ ভলিবল দল ও সেনাবাহিনীর মধ্যে এক প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়। শহরের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়।জেলখানা, হাসপাতাল এবং শিশু সদনে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও সন্ধায় পুরাতন স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।
এ জাতীয় আরো খবর..