×
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ৬৬ বার পঠিত
জামালপুরে  ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু। ২৯ ডিসেম্বর ২০২৪ ইংরেজি  রোজ রবিবার   আনুমানিক বিকাল ৪টার সময়  ৬ জন কিশোর জামালপুর সদর উপজেলার    ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে পানির পাকে পড়ে ঐ ৬ জন। জানা যায় তারা জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের  বাসিন্দা। ৬ জনের  মধ্যে তিনজনকে সাধারণ  পাবলিক জীবিত উদ্ধার করেছে এবং বাকী তিনজন খোজে না পাওয়ায় ফায়ার স্টেশনে খবর দিলে তারা দ্রুত এসে ঐ তিনজনকে উদ্ধার করেছে। পরে উদ্ধারকৃত তিনজনকে মৃত ুউদ্ধার করা হয়েছে। তাদের  নাম স্হানীয় জনসাধারণের তথ্যমতে জানা যায় জামালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড  ছনকান্দা  এলাকার এজাজ মিয়ার ছেলে ইয়ামিন ওরফে রাহি  ,ফরিদ মিয়ার ছেলে আফিম ওরফে  তাজিম এবং  ছোট বোন ইতির ছেলে রউশন।
 তারা তিন জনই নবম শ্রেণির ছাত্র। 
রওশন ঢাকা মোহাম্মদপুর স্কুলে নবম শ্রেণী পড়ুয়া ছাত্র, ইয়ামিন ওরফে  রাহি  ও আফিম ওরফে তাজিম জামালপুর জেলা স্কুলে  নবম শ্রেণীর ছাত্র তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat