হবিগঞ্জ জেলা প্রতিনিধি:: ২০২৫ সেশনের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হোসাইন আহমদে ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন লায়েক আহমেদ।
আজ শনিবার (০৪ জানুয়ারি) সকাল ১০ টায় হবিগঞ্জের আল-ইসলাম ট্রাস্ট মিলানায়তন হলে ছাত্রশিবির হবিগঞ্জ জেলা শাখার সদস্য ও সাথীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহীম ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলার সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদসহ হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বৃন্দ।
কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ নব-মনোনীত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন।
এ জাতীয় আরো খবর..