×
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ৪৯ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। 
গুরুত্বর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এবং অন্তত ৩০ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৮ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার স্বজনগ্রামের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ সংঘর্ষ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুইভাগে বিভক্ত হয়ে যায়।
বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টর্চলাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাতের আঁধারে প্রায় ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত শতাধিক লোজ আহত হন।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বন্দে আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat