সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
দীপাবলির প্রাক্কালে আগুন লেগে গেল আতশবাজির বাজারে। রবিবার (১৯ অক্টোবর ) দুপুরে ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুর এম জি কলেজের মাঠে ঘটনাটি ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৬৫টি দোকান। পুড়ে গিয়েছে বেশ কয়েকটি গাড়িও। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, ফতেহপুর এমজি কলেজের মাঠে কয়েকদিন ধরেই আতশবাজির বাজার বসেছিল। রবিবার (১৯ অক্টোবর ) দুপুরে আচমকা আগুন লেগে যায় সেখানে। চারদিকে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক দোকানে আগুন ধরে যায়। সঙ্গে বিস্ফোরণ হতে থাকে। আতংকে ছোটাছুটি শুরু করে দেন দোকানিরা। কেউ কেউ আগুন থেকে আতশবাজি গুলি বাঁচানোর চেষ্টা ও করেন। কিন্তু লাভ হয়নি। কয়েক কোটি টাকার বাজি ওখানেই পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর। জানা যায়, ঘটনায় ৬৫ টির ও বেশি দোকান পুড়ে গিয়েছে। মাঠেই দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি ২চাকার গাড়িও পুড়ে গিয়েছে বলে খবর। আগুনে কয়েকজন সামান্য দগ্ধ ও হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শট সাকিটের জেরেই ওই দুঘটনা ঘটেছে। প্রত্যক্ষদশীদের মতে, দুপুর ১২টা ৩০ মিনিটে প্রথমে একটি দোকানে আগুন লেগে যায়। আগুন দ্রুত পাশের স্টলগুলিতে ছড়িয়ে পড়ে। সঙ্গে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ। কালো ধো্ঁয়ায় ঢেকে যায় চারিদিক। খবর পেয়ে দমকলবাহিনী এলাকায় পৌঁছায়। অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফতেহপুর পুলিশ সুপার অনুপ কুমার সিংহ জানিয়েছেন " ঘটনায় এখনও পযন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।