কিশোরগঞ্জ প্রতিনিধি,মাসুদুর রহমান :
আজ ১০ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ হতে টঙ্গীর বিশ্ব এস্তেমার মাঠে সহিংসতার ঘটনায় আহত নিহতদের হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওলামা মাশায়েখ, সাধারণ তাবলীগের সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে শহীদি মসজিদ প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এর আগে জুমার নামাজের পরে শহরের বিভিন্ন মসজিদ হতে মুসল্লিরা এসে শহীদি মসজিদ প্রাঙ্গনে সমবেত হয়। সমাবেশে উপস্থিত নেতারা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে কথিত স্বাদপন্থী সন্ত্রাসীদের হামলায় নিহত আহত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করে এবং শাস্তি নিশ্চিতকরণ এর জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে শুনা যায়।
এ জাতীয় আরো খবর..