×
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ১১২ বার পঠিত
দেশের ৫৩ জেলার ওপর দিয়ে গতকাল সোমবার মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। বর্ষাকাল বিবেচনায় এই তাপপ্রবাহকে অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা। তবে আজ মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। এতে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের তিন সমুদ্রবন্দরসহ কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবার বর্ষাকালে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি হচ্ছে অনেক কম। জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে প্রায় ৫৫ শতাংশর কম বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রাও থাকছে বেশি।

গতকাল জুলাইয়ের শেষ দিনটিও এর ব্যতিক্রম ছিল না। 
আজ মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘ছয় বিভাগ ও ছয় জেলায় তাপপ্রবাহ জুলাই মাস বিবেচনায় অস্বাভাবিক।

বর্ষায় কয়েক বছর ধরেই বৃষ্টির পরিমাণ কমে এসেছে। এ কারণে মূলত তাপমাত্রা বাড়ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আরো বেশি। তবে আজ (গতকাল) থেকে মোটামুটি সারা দেশে বৃষ্টি শুরু হয়েছে। আগামী দিনে আরো বাড়বে। ফলে তাপমাত্রাও কমে আসবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat