×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ৬১ বার পঠিত
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের অর্ধশতাধিক কোরআনে হাফেজদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারী) উপজেলার সুলতানপুর ইউনিয়ন সংলগ্ন মাঠে খাদিমান যুব-পরিষদ জকিগঞ্জের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
খাদিমান যুব-পরিষদের সভাপতি তারেক আহমদ ও উপদেষ্টা আব্দুল্লাহ আল মাসুদের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ আনহারুল আলম। 
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাঘা মাদ্রাসার শায়খুল হাদিস ফয়জুল হাসান খাদিমানী, মৌলভীবাজার রাজনগর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আতিকুর রহমান, বালাগঞ্জ মাদার বাজার মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা আব্দুল লতিফ, কানাইঘাট লামা জিঙ্গাবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ মর্তুজা আহমদ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা প্রভাষক আবুল কালাম আজাদ, সিলেট শাহী ঈদগাহ শাহ মীর জামে-মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজির উদ্দিন, আজাদুর রহমান, মাওলানা আব্দুস শহিদ লোকমান, মাওলানা হারুনুর রশিদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী একরাম হোসেন মারুফ, সমাজসেবী শিক্ষানুরাগী আহমদ মনসুর আলম, যুব-পরিষদের উপদেষ্টা মোস্তাক আহমদ, ইউপি সদস্য সাহেল আহমদ খোকন, বালাগঞ্জ পূবালী ব্যাংকের ম্যানেজার আব্দুল হালন গনি, উপদেষ্টা  আহসান মোহাম্মদ সোহেল, তাজ উদ্দিন, মঞ্জুর আহমদ, আবু বকর,প্রভাষক সাদিকুর রহমান, কার্যকারি কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক বিন আযাদ, সহ-সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি আহমেদ গালিব, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, কোষাধক্ষ্য আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক নাজমুদ্দিন মাহমুদ, ক্রীড়া সম্পাদক আবু সুফিয়ান, তথ্য প্রযুক্তি সম্পাদক সালাউদ্দিন মাহমুদ, আহমেদ জুনেল, আহমেদুল হক, জুলকার নাইন বাদশা, আবু তাহের মো: সালেহ, সুমন আহমদ, আলবাব আহমদ, হাসান আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফেজদের সম্মান করলে মহান আল্লাহ তাঁর সম্মান করেন। একটি হাফেজ কাল কেয়ামতের ময়দানে ১০জন মানুষকে জান্নাতে যেতে সুপারিশ করবে। এজন্য হাফেজরাই হলো সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। পরিষদের পক্ষ থেকে জানানো হয়, কোরআনের প্রতি যুবসমাজকে আরও উৎসাহী করে তুলতেই এই ধরণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat