×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ৬৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার:
গত ০৫/০৬/২৪ ইং তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা (১২৭৪/২০২৪- ধারা:-৪৬৭-৪৫৮-৪৭১/৩৪ পেনাল কোড ১৮৬০) চন্দন কুমার রায় বাদী হয়ে মামলা দায়ের করে, মামলার নথি ও চন্দন কুমার কর্তৃক অভিযোগ থেকে প্রাপ্ত তথ্য হইতে জানা যায় বিবাদী মোঃ রনি পিতা- মোহাম্মদ বাচ্চু মিয়া, অরুণ বিহারী দাস, পিতা- অনুকূল বিহারী দাস ( ছদ্মনাম ) এবং মাস্টার আতিকুর রহমান (গাইবান্ধা ) গং চক্রের সরকারি তথ্য পাচার, জাল জালিয়াতি, ভূমি দখল, সহ- দীর্ঘদিন যাবত নানা অপরাধ   করে আসিতেছে। 
চন্দন কুমার রায়ের অভিযোগ সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সংবাদ কর্মীদের অনুসন্ধান থেকে পাওয়া যায়, চট্টগ্রাম পিবি আইকে আদালত কর্তৃক তদন্তের দায়িত্ব প্রদান করে, চট্টগ্রাম পিবিআই গাইবান্ধা স্থানীয় প্রশাসনকে প্রেরণ করে, কিন্তু অবাক করা বিষয়! প্রতিবার আসামি পক্ষ অর্থাৎ রনি গং দের চক্রের সদস্য মাস্টার আতিকুর রহমানের মাধ্যমে মামলার তদন্তের প্রতিবেদন আদালতে দাখিল এর পূর্বেই চক্রের সদস্যরা পেয়ে যায়,যার প্রমাণ পাওয়া যায় মাস্টার আতিকুর রহমানের ০১৭২৭ ৩৩ ৭২ ০৩ নং Whatsapp নং থেকে বাদল কান্তি শীলের ০১৮১৯৩৩৬৬৪০ Whatsapp নাম্বারে ০২/০১/২৫ ইংরেজী তারিখে রাত দশটায় গাইবান্ধা পিবিআই তদন্ত রিপোর্ট যার শাহরুখ নাম্বার ১৯৮০/ তারিখ,২৪/০৯/২০২৪ ইংরেজী এবং গাইবান্ধা আঞ্চলিক নির্বাচন অফিস কর্তৃক প্রতিবেদন কপি যার স্বরক নাম্বার ১৭,০৮,৩২২১,০০০,১১,০০১,২৪-২৬৩- ০২/১০/২৪ ইংরেজি দুইটি সরকারি সংস্থার তদন্ত প্রতিবেদন মাস্টার কর্তৃক পাচার হওয়া অত্যন্ত দুঃখজনক এবং অবক্ষয়ের বিষয় !  তাই বাদল কান্তি শীল মাস্টার কর্তৃক ষড়যন্ত্রের আশঙ্কা বুঝতে পেরে ব্যবসায়ী শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হন এবং একটি সাধারণ ডায়েরী করেন,ডায়রী নং-১০৭৬/ তারিখ-২১/০১/২০২৫ ইংরেজী
সংবাদ কর্মীদের অনুসন্ধান ও বাদল কান্তি শীলের থানায় অভিযোগ এবং বাদীর সুস্পষ্ট বক্তব্য থেকে জানা যায় রনি গং এরা অত্যন্ত সু চতুর, ভূমিদস্যু, এবং সরকারি প্রশাসনের অসাধু  কর্মকর্তা যারা বিগত সরকারের পোষ্য, তারা যোগসাজশে বর্তমান সরকারের বদনাম করার ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে সন্দেহ পোষণ করে। 
এই মর্মে বাদীর পক্ষ থেকে জোরালো দাবি জানায় এই ভূমিদস্যু জাললিয়াতি ও তথ্য পাচার চক্রের সদস্যদের কে আইনি প্রক্রিয়ায় তদন্ত করিয়া আইনের আওতায় এনে সাজা দেওয়া হোক। 
পর্ব-১

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat