×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ৫০ বার পঠিত
শামীম হোসেন সদর দক্ষিণ (কুমিল্লা) 
কুমিল্লা লালমাইয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) জেলার লালমাই উপজেলার লালমাই উচ্চ বিদ‍্যালয় মাঠে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপাড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক দল নেতা খোকন মিয়ার সঞ্চালনায় এবং ৪ নং বারাপাড়া  ইউনিয়ন কৃষক দলের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসনের  উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। 
উপস্থিত সবাইকে দলের জন্য নিবেদিত কর্মী হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, এ দলের জন্য রাত-দিন পরিশ্রম করে যাচ্ছি। ৭১ বছর বয়সে এসেও ২৪ ঘন্টায়ই এ দলের জন্য কাজ করছি।তিনি বলেন বিএনপি'র বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে তাই তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে জেলা,উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কৃষক দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat