পরিতোষ বড়ুয়া রানা, চট্টগ্রাম
চট্টগ্রামের খুলশী এলাকায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) পরিচয়ে একটি সংঘবদ্ধ ডাকাতদল যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ডাকাতির চেষ্টা চালিয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে খুলশী ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবনে এ ঘটনা ঘটে।
ডাকাতরা দুটি কালো মাইক্রোবাসে করে এসে ভবনের নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে মোবাইল ফোন ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে নেয় এবং ইন্টারকম সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর তারা অষ্টম তলায় ফ্ল্যাটের দরজা ভেঙে মালামাল লুটের চেষ্টা করে। তবে বাসিন্দারা বাইরে থাকলেও আশপাশের ফ্ল্যাটের লোকজন সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে খুলশী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনটি ঘিরে ফেলে। রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ১২ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে দুইজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
ওয়াজেদ (৩৬), মো. হোসাইন (৪২), মো. রুবেল হোসেন (২৫), মহিউদ্দিন (৪৫), আব্দুস সবুর (৩৭), ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫), শওকত আকবর ইমন (২৮) এবং হারুন অর রশিদ (৩৬)।
উদ্ধারকৃত আলামত:
পুলিশের অভিযানে ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস (চট্ট-মেট্রো-চ-১১-৫৯৩১), একটি খেলনা পিস্তল (পুলিশ লেখা কাভারসহ), ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র, ২০-২৫টি খালি বস্তা, একটি স্টিলের খুন্তি এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইস উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিদেশ ফেরত, সাবেক ব্যাংকার, বালু সরবরাহকারী ও দোকানের কর্মচারী রয়েছে। তিনি বলেন, ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে।
পুলিশ নগরবাসীকে এ ধরনের সংঘবদ্ধ অপরাধ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এ জাতীয় আরো খবর..