×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ৬৪ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা
কুমিল্লা দাউদকান্দির ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশের ইউর্টানে যাত্রীবাহি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এঘটনায় আরো এক নারী ও শিশু আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশের ইউর্টানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউ টার্নে একটি অটোরিকশা ইউর্টান দিয়ে সরাসরি মহাসড়কের ঢাকামুখী লেনে প্রবেশ করলে ঢাকাগামী ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক (অজ্ঞাত) নিহত হন। পরে স্থানীয়রা অটোরিকশার যাত্রী বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দি গ্রামের আমজাদ হোসেনর স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও তার মেয়ে আনিসা (৮) আহতবস্থায় উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন ও পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ লোপা ঘোষ জানান, সড়ক দুর্ঘটনায় আহত মা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসা শেষে  তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট জাফর আহম্মেদ মিশু জানান, যাত্রীবাহি বাস অটোরিকশা সংঘর্ষে নিহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat