×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ৫৯ বার পঠিত
সুজন, শাজাহানপুর বগুড়া 
বগুড়া শাজাহানপুরে উপজেলার ইসলামিক জালসার টাকা কালেকশনের সময় সড়ক দুর্ঘটনায় মুসাব্বির নামে১ শিক্ষার্থী নিহত হয়েছে 
বৃহস্পতিবার (২৩জানুয়ারী) অনুমানিকবিকাল ৫ ঘটিকায় উপজেলার চোপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া দারুল হাদীস সালাফিয়া ও তাহফিজুল কুরআন মাদ্ররাসা গেট সংলগ্ন স্হানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসাব্বির (১০) উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে ক্ষুদ্র ফুলকোট ইসলামিয়া হাফেজিয়া মাদ্ররাসাবও ইয়াতীমখানায় হিফজ বিভাগে পড়াশুনা করতো।

মাদ্ররাসার সভাপতি আবুল কাসেম সরকার জানান, নিহত মুসাব্বির মাদ্ররাসার ইসলামিক মাহফিলের টাকা কালেকশনের জন্য অন্য ছাত্রদের সাথে  বি বব্ল- বৃ-কুষ্টিয়া করতোয়ার ব্রিজ সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে ছিল।
ঔসময় কাঁচামালের ভ্যান ছাত্ররা দাঁড় করালে ভ্যানে লোডকৃত কাঁচামালের বড় একটি বস্তা উল্টে নিহত মুসাব্বির উপরে পরে যায়। 
এবং গুরুতর ভাবে আহত মুসাব্বির আহত হয় তৎক্ষণাৎ  বি-ব্লক ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ নিতে বলেন। পথিমধ্যে সে মারা যায়। ভাগ্যে ছিল তাই এমনটা হয়েছে। পরিবার ভাগ্য স্বিকার করে নিয়েছে। তবে শিক্ষার্থীদের দিয়ে আর এমন কাজ করা হবে না বলে তিনি অঙ্গিকার করেন।

গণমাধ্যম কর্মিরা সংবাদ সংগ্রহে নিহত মুসাব্বিরের বাড়িতে গেলে স্থানীয় লোকজন বাঁধা দেন। তারা বলেন মাদ্ররাসার ক্ষতি হয় এমন কাজ তারা করবে না। মাদ্ররাসার কর্তৃপক্ষ নিহতের পরিবারের সাথে আপোষ করেছে এবং নিহত মুসাব্বিরের নামে মাদ্ররাসার নাম পরিবর্তন করে রাখা হবে।

এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
 (অফিসার ইনচার্জ ওসি) ওয়াদুদ আলম বলেন নিহত পরিবারের পক্ষ থেকে কেই কোন অভিযোগকরতে আসেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat