×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ৫১ বার পঠিত
আল আমিন,স্টাফ রিপোর্টার ঃ
তালতলীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার নয়া দিগন্ত সংবাদদাতা মাও. মোঃ ইউসুফ আলীর অবস্থার অবনতি হয়েছে। হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করা ওই সাংবাদিকের নাকের ভিতরের হাড ভেঙেছে এবং দাতের মধ্যে প্রচন্ড আঘাত প্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।  
উল্লেখ্য গত শুক্রবার (৩১ জানুয়ারি ২৪) সকালে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় আদালতে মামলা চলাকালীন সময়ে জোরপূর্বক জমি দখলের সংবাদ পেয়ে সাংবাদিক ইউসুফ আলী সহ ৩ সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যে পুলিশও ঘটনাস্থলে যায়। এ সময়ে সংবাদ প্রকাশের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক ইউসুফ আলীর থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে। স্থানীয় আরও ২ সাংবাদিকের মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নিয়ে তাদের ওপর হামলা চালায়। স্থানীয়রা ইউসুফ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার স্বাস্থ্যের অবনতি থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ ডা. একেএম মনিরুল ইসলাম বলেন, উনার নাকের হাড্ডি ভাঙ্গা পাওয়া গেছে। আমাদের এখানে অর্থোপেডিক্স ডাক্তার না থাকায় চিকিৎসা করা যাচ্ছে না।  অর্থোপেডিক্স ডাক্তার দেখানোর জন্য তাকে ছারপত্র হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat