×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ৬২ বার পঠিত
এইচ, এম, মোবারক,বাগমারা  
রাজশাহীর বাগমারা থানা পুলিশের অভিযানে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবলু হাসান এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান। সোমবার দিবাগত রাতে বাগমারা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ৫ আগস্টের ঘটনায় মুনছুর রহমানের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে রাতের আঁধারে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে তাহেরপুর পৌরসভায় ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নরদাশ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার, আউচপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বাদশা বুলবুলকে লিফলেট সহ  আটক করে পুলিশ। পরে তাদেরকে ৫ আগস্টের ঘটনায় দায়েরকৃত আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, রাতে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতা সহ লিফলেট বিতরণকালে যুবলীগের তিন জন, মোট পাঁচ জন কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat