বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও আওয়ামী লীগ কর্মী সালেহ আহমদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটকের পর গত ৬ ফেব্রুয়ারী জকিগঞ্জ আদলতে সোপর্দ করা হয়েছে বলে জকিগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম উপজেলার সুলতানপুর ইউনিয়নে ইলাবাজ গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগ কর্মী সালেহ আহমদ একই ইউনিয়নের ফলাহাট গ্রামের মৃত সুয়াইবুর রাহমানের ছেলে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন- বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ৮ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের হয়। এই মামলায় আটককৃত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য সালেহ আহমদ মামলার তদন্তে প্রপ্ত আসামি আসামি। রাতভর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..