×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ৫০ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। 
গ্রেপ্তারের মধ্যে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ৪ জন, বুড়িচংয়ে ৩ জন,দেবিদ্বারে ১ জন, নাঙ্গলকোটে ২ জন, মুরাদনগরে ১ জন, সদর দক্ষিণে ১ জন এবং দাউদকান্দিতে ১ জন। এছাড়াও এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অপারেশন ডেভিল হান্টের অভিযান এবং গ্রেপ্তারের বিষয়টি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) নিশ্চিত করেছেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তিনজন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, কুমিল্লা মহানগরীর ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম হোসেন তপন এবং সাজাপ্রাপ্ত আসামি রনি।
বুড়িচংয়ে গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন, উপজেলার আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।
এছাড়াও পুলিশের পৃথক অভিযানে দেবিদ্বার উপজেলার ছাত্রলীগ নেতা মো. নাবির হোসেন, মুরাদনগরের সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাবু, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ এবং দাউদকান্দির এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat