×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ৪৩ বার পঠিত
ফেনী জেলা প্রতিনিধিঃ

জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত এডহক কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ফেনী জেলা ক্রীড়া সংস্থা এবং ক্রীড়া সংগঠকবৃন্দ। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের মূল ফটক এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

ফেনী জেলার সম্মিলিত খেলোয়াড় ও সংগঠকদের আয়োজনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ইমন উল হক, সাবেক ফুটবলার ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন হেলাল, সাবেক ফুটবলার আবুল কালাম, রিয়েল টাইম ক্রিকেট একাডেমির সাইফুল ইসলাম সাগর, ফেনী জেলা রেফারিজ এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন। 
ওয়াপদা স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ও বয়সভিত্তিক দলের ক্রিকেট কোচ কফিল উদ্দিন সঞ্চালনায় এ সময় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ফেনী জেলার ক্রীড়া সাথে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের নিয়ে গঠিত ফেনী জেলা সংস্থার বিতর্কিত অ্যাডহক কমিটি বাতিল ও জাতীয় ক্রীড়া পরিষদ পরিপত্র অনুযায়ী ফেনী জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত কমিটি বহালের দাবিতে এ অবস্থান কর্মসূচি। বক্তারা- অবিলম্বে বিতর্কিত এই কমিটির প্রত্যাহার না করলে আন্দোলন চলমান ও আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat