×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ৫৪ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী বাসের। দুর্ঘটনার জেরে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) দুর্ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের কচ্ছে। এদিন কচ্ছ জেলার কেরা মুন্দ্রা রোড এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই বাসটি। পুলিশ সূত্রে জানা গেছে, ৪০ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। সেই সময় আচমকাই একটি ট্রাক ওই বাসের সামনে চলে আসে। দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করেন বাসের চালক। কিন্তু গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। দুর্ঘটনা নজরে আসতেই প্রথমেই উদ্ধার কাজে হাত লাগল স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। পুলিশ এসে বাসের জানলা, দরজা ভেঙে যাত্রীদের বাইরে বার করে আনে। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের মধ‍্যেই কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কারও মাথায়, কারও হাত-পা কোমরে গুরুতর চোট লেগেছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাস ও ট্রাকের গতি বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার আসল কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat