×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ২৮ বার পঠিত

সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের সকল মসজিদে পবিত্র রমজান উপলক্ষে ইফতার অনুদান বিতরণ করা হয়েছে। অনুদান প্রদান উপলক্ষে ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে ইউনিয়ন চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন,‘সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব অপরিসীম।সুতরাং জন্মমৃত্যু নিবন্ধন বিষয়ে আপনাদের ভূমিকা এক্ষেত্রে যথেষ্ট পজেটিভ ভূমিকা রাখতে পারে।’ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থাণীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহান,মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। অনান্যদের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ,বিএনপির স্থাণীয় নেতৃবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্টানে নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম ও মহল্লার ৩৮ টি মসজিদে ৫ হাজার টাকা করে ইফতার অনুদান বিতরণ করা হয়। মসজিদের ইমাম ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও করণীয় বিষয়েও এ অনুষ্টানে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat