×
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৫৫ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ


বাড়ির উঠান থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ইন্দো- নেপাল সীমান্তের কিশনগঞ্জ জেলার বেতাবাড়ি গ্রামে। এদিন সকালে মহিলার মৃতদেহ  উদ্ধারের ঘটনায় এলাকায় ব‍্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে মৃতার স্বামী। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য পাঠিয়েছে কিশনগঞ্জ জেলা হাসপাতালে। মৃতার নাম রুবি বেগম। ৪ সন্তানের জননী। এদিন সকালে নিজের বাড়ির উঠানে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রতিবেশীরা জানিয়েছেন, রুবির সঙ্গে নিত‍্যদিন বিবাদ লেগেই থাকত স্বামী মহম্মদ আব্দুস শকুরের। তবে এদিন সকালে সেই বাড়িতে  কোনও ঝগড়ার আওয়াজ শোনা যায়নি। তাদেরই নজরে আসে উঠানে পড়ে থাকা রুবির দেহ। দেহের পাশে রয়েছে রক্ত মাখা কুড়াল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গরবনডাঙ্গা থানার পুলিশ  দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে খ‍ুনে ব‍্যবহৃত কুড়ালটি ও। ঘটনার পর থেকেই পলাতক মৃত মহিলার স্বামী শকুর। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, দাম্পত‍্য কলহের জেরে স্বামীই মহিলাকে খুন করে গা ঢাকা দিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat