আক্তার হোসেন (বাবু)
মুন্সীগঞ্জের গজারিয়ায় অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ করেছে স্থানীয় বিএনপি। শুক্রবার (২৬ সেপ্টম্বর) বিকেল ৪টায় টেংগারচর ইউনিয়ন পরিষদের সামনে ফুলকুঁড়ি প্রি ক্যাডেট স্কুল মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২৬টি পরিবারকে সেলাই মেশিন,৩টি পরিবারের মাঝে হুইলচেয়ার এবং একাধিক পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতন। অনুষ্ঠানটি উদ্বোধন করে মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইসহাক আলীর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর ভুট্ট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য মাসুদ ফারুক,জেলা বিএনপি'র সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম,গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন,উপজেলা কৃষক দলের সভাপতি রাসেল দেওয়ান,সাধারণ সম্পাদক তোফাজ্জল সরকার,উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি,সাধারণ সম্পাদক লাভলী আক্তার,
এছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার,সি.যুগ্ন আহ্বায়ক জালাল উদ্দীন রিমু,গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া,ভবররচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান,টেংগারচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আসিফ ইকবাল লিটন,ইউনিয়ন বিএনপি নেতা মোদাচ্ছের আলী,টেংগারচর ইউনিয়ন বিএনপি নেতা বাইজিদ,ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দাইয়াই,কলিমুল্লাহ বিশ্ব বিদ্যালয় শাখার সভাপতি নয়ন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ জাতীয় আরো খবর..