×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ৮০ বার পঠিত
নুরুল কবির
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তিন মাদক কারবারিকে প্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি ও তিনটি মোবাইল সেট জব্দ করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সাতকানিয়া উপজেলার ঢেমশা গ্রামের বটতলী রেল ক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ ফেরদৌস ওরফে ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর আড়াইটায় সাতকানিয়া থানাধীন ঢেমশা গ্রামের বটতলী রেল ক্রসিং এলাকায় একটি নোহা গাড়িতে অভিযান চালিয়ে ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তিন মাদক কারবারিকে প্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি ও তিনটি মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত।
তিনি জানান, অভিযান পরিচালনার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা সাতকানিয়া-বাঁশখালী রুট হয়ে পালানোর চেষ্টা করে। তবে সোর্সের তথ্যমতে আগে থেকে সেখানে অবস্থান করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat