×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৯
  • ৩৮ বার পঠিত
নাহিদ মিয়া
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:


হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজির ধাক্কায় একটি মেছো বিড়াল (ফিশার ক্যাট) মারা গেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাতে জানা যায়, খাদ্যের সন্ধানে ভোরে লোকালয়ে চলে আসা বিড়ালটি রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় মারা যায়।

চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সভাপতি ইউনুস মিয়া তালুকদার জানান, হাওর ও বনে পর্যাপ্ত খাবার ও আশ্রয়ের অভাবেই এসব প্রাণী লোকালয়ে চলে আসছে। এতে প্রায়ই তারা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। তিনি বলেন, “মেছো বিড়াল নিরীহ প্রাণী, জীববৈচিত্র্য রক্ষায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে মৌলভীবাজারের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য বিভাগের কর্মকর্তাকে ফোন ও বার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানান, নিশাচর ও একাকী স্বভাবের মেছো বিড়াল মূলত মাছ, ব্যাঙ, পাখি ও কাঁকড়া খেয়ে খাদ্য শৃঙ্খল রক্ষা করে এবং মরা মাছ খেয়ে জলাশয়ের পরিবেশ সুস্থ রাখে। সাঁতারে দক্ষ এ প্রাণীকে বাংলায় মেছো বিড়াল ও ইংরেজিতে ফিশার ক্যাট বলা হয়।

এ বিষয়ে গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “আমি ফেসবুকে ঘটনাটি দেখেছি। তবে ধারণা করছি কেউ হয়তো প্রাণীটিকে মেরে রাস্তায় ফেলে রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat