সুজন রায়
মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের কারণে মা-ছেলের মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দিকে আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের যোগমায়া দাস (৫০) ও তাঁর প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২৫) একসঙ্গে বিষপান করে জীবন শেষ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে পরিবারের কর্তা প্রফুল্ল দাস মারা গেলে সংসারের সমস্ত দায়ভার কাঁধে তুলে নেন যোগমায়া দাস। একদিকে ছেলের প্রতিবন্ধকতার চিকিৎসা ও দেখাশোনা, অন্যদিকে সংসারের নিত্যদিনের ব্যয়—সব মিলিয়ে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। দীর্ঘদিনের অভাব-অনটন আর পারিবারিক অশান্তির জেরে মা-ছেলে শেষমেশ এই করুণ পথ বেছে নেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
এ জাতীয় আরো খবর..