×
  • প্রকাশিত : ২০২৫-০৯-৩০
  • ২৬ বার পঠিত
মো: রিয়াজ
স্টাফ রিপোর্টার শেরপুর 


সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে শেরপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শেরপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ সমূহ সরজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পুলিশ সুপার পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান-সহ পূজা মন্ডপসমূহে সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল-আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat