×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৭
  • ৩০ বার পঠিত
পরিতোষ বড়ুয়া রানা, চট্টগ্রাম ;

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বৌদ্ধ মন্দির চত্বরে আয়োজিত সম্মিলিত উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
“প্রবারণা পূর্ণিমা কেবল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নয়— এটি বাংলাদেশের সংস্কৃতি ও সাম্যের প্রতীক। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশি।”

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বৌদ্ধ মন্দির চত্বরে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “আমার সামনে আজ পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে। এই অপূর্ব দৃশ্যের সঙ্গে যে আনন্দঘন পরিবেশে মানুষ একত্রিত হয়েছেন, তা সত্যিই অনন্য। আজকের এই মিলনমেলা প্রমাণ করে— চট্টগ্রাম ভালোবাসা, সম্প্রীতি ও সহাবস্থানের শহর। আমরা সবাই মিলে আমাদের ধর্ম, ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে এগিয়ে যেতে চাই। আগামীর বাংলাদেশ হবে এই সম্প্রীতির বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। প্রবারণা পূর্ণিমার আনন্দে আজ পুরো চট্টগ্রাম এক হয়ে গেছে। এই ঐক্যই আমাদের জাতীয় শক্তি।”


সিটি মেয়রের শুভেচ্ছা ও বার্তা

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার লক্ষ্য এই শহরকে ক্লিন, গ্রীন, হেলদি অ্যান্ড সেফ সিটি হিসেবে গড়ে তোলা। এজন্য সব ধর্ম, বর্ণ, জাতি ও গোষ্ঠীর মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”

বক্তব্যের শেষে তিনি কবিতা আবৃত্তি করে বলেন—
“গাহি সাম্যের গান,
মানুষের চেয়ে নহে কিছু বড়, নহে কিছু মহীয়ান,
গাহি সাম্যের গান—
যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান।”

অনুষ্ঠানে অতিথি ও আয়োজকদের উপস্থিতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ও প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সামশুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—
উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমরেশ বড়ুয়া চৌধুরী, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির নির্বাহী সদস্য ও চসিকের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, তাপস বড়ুয়া, নন্দন বড়ুয়া সাজু, কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, পিয়াল বড়ুয়া রোহান, প্রকৌশলী বিজয় বড়ুয়া, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, লায়ন ছোটন বড়ুয়া, সুষেণ বড়ুয়া ছোটন, বনরূপ বড়ুয়া অমি, রূপক বড়ুয়া, সুস্ময় বড়ুয়া, উৎসব বড়ুয়া, মিস চৈতী বড়ুয়া প্রমুখ।

উৎসবমুখর চট্টগ্রাম

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দিনভর চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে চলে ধর্মীয় আনুষ্ঠানিকতা, প্রার্থনা ও দান কর্মসূচি।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আলো-সজ্জায় ঝলমল করে ওঠে পুরো মন্দির এলাকা। ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে নগরীর বৌদ্ধ মন্দির চত্বর।
প্রবারণা উৎসবকে ঘিরে বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি নানা ধর্মের মানুষও অংশ নেন এই মিলনমেলায়, যা চট্টগ্রামের ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে।

প্রবারণা পূর্ণিমার এই আনন্দোৎসব চট্টগ্রামকে আবারও মনে করিয়ে দিল— ভিন্ন ধর্মে, ভিন্ন রঙে, আমরা সবাই এক ঐক্যবদ্ধ বাংলাদেশি জাতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat