- প্রকাশিত : ২০২৫-১০-০৮
- ২৮ বার পঠিত
ফেনী ব্যুরো ;
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন সড়ক ফেনী শহরের দক্ষিণে দেওয়ানগঞ্জে পৌরসভার ৮নং ওয়ার্ডে সড়কের উপরে প্রায় ৫ একর জায়গা জুড়ে ময়লার বিশাল ভাগাড় গড়ে উঠেছে। সড়কের আরেক পাশে পৌরসভার ১২নং ওয়ার্ড কাটবালিয়া থেকে শুরু করে দেওয়ানগঞ্জ পর্যন্ত ময়লা ফেলা হচ্ছে। দুর্গন্ধে ওই এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। প্রতিদিন শহরের ময়লা আবর্জনা পৌরসভার গাড়ি দিয়ে ফেলে যায়। ওই এলাকার মানুষ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। শিশু থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত নানা রোগে ভুগছেন। দেখার যেন কেউ নেই।
স্থানীয় মঠবাড়িয়া গ্রামের শফিক মহুরী বাড়ির বাসিন্দা মো. ওসমান ও শর্শদি দেবিপুর গ্রামের মুক্তার বাড়ির তোফাজ্জাল হোসেন জানান, আমরা এই এলাকার বসবাস করছি অনেক বছর। কিন্তু ২০ বছর যাবত অশান্তিতে বসবাস করছি। আমাদের নিশ্বাস নিতে কষ্ট হয়। রাতে ঘুমাতে পারিনা। বাড়িতে মেহমান আসলে থাকতে পারেনা। পঁচা ময়লা আবর্জনার দুর্গন্ধে মুক্ত বাতাস বিষাক্ত হয়ে পরিবেশ বিপর্যয় ঘটছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঠিকমত এখানে ব্যবসায় বাণিজ্য চালাতে পারছিনা। দোকানে মালপত্র কেনার জন্য ক্রেতা সাধারণ আসলে তারা একটু বসে কথা বলবে সে সুযোগ পাচ্ছে না।
মোঃ হারুন নামে এক মোটরসাইকেল চালক বলেন, হেলমেট লাগিয়েও এই সড়কের পাশ থেকে আসা দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যায় না। নাক-মুখ চেপে রাখলেও বমি আসে। মুহূর্তেই চালকরা মনোযোগ হারিয়ে ফেলবে।
স্থানীয় বাসাবাড়ির মালিকরা বলেন, আমরা অনেক টাকা পয়সা খরচ করে ৪,৫ তলা বিল্ডিং করেছি কিন্তু বাসা ভাড়া দিতে পারছিনা। ভাড়াটিয়া আসে কিন্তু দুর্গন্ধে মানুষ বাসা বাড়ির দরজা জানালা খুলতে পারেনা তাই এই এলাকায় বাসা ভাড়া নিতে আসেনা।
এই ময়লার স্তুপ সড়কের উপর প্রায় ৩শ’ মিটার জায়গা জুড়ে সারিবদ্ধভাবে রয়েছে। গাড়ির যাত্রী সাধারণকে দেওয়ানগঞ্জ সড়ক দিয়ে ময়লা বেষ্টিত ৩শ’ মিটার পথ পাড়ি দিতে হলে নাক মুখ চেপে ধরে দম বন্ধ করে শহরের দিকে যেতে হয়। এই এলাকায় শতাধিক পরিবারের প্রায় ৭০০ মানুষ বসবাস করে। কিন্তু তারা পরিবেশ দূষণের নোংরা জালে আটকা পড়ে জীবন বিপন্ন হওয়ার প্রহর গুণছেন।
ময়লার স্তুপ নিয়ে বিকল্প পন্থা অবলম্বন করে কাজ করার কথা জানান ফেনী পৌর প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি বলেন, এই স্থানে দীর্ঘদিন ধরে ময়লার পাহাড় হয়েছে। পৌর নাগরিকের কথা চিন্তা করে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। খাল পুনরুদ্ধারের কাদা মাটি দিয়ে প্রাথমিকভাবে দুর্গন্ধ রোধ করার কথা জানান তিনি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..