×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১০-০৮
  • ১৭ বার পঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি ;

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকা, খালপার রোড ও কোর্ট চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিনিয়ত যানজট লেগেই আছে। পৌরসভার অনুমোদন অনুযায়ী শহরে প্রায় ১,১৮০টি অটোরিকশা চলাচলের অনুমতি থাকলেও, অনুমোদনবিহীন অটোরিকশা ও আশপাশের এলাকার যানবাহন শহরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

শহরের শৃঙ্খলা ফেরাতে মানিকগঞ্জ পৌর প্রশাসন ও পুলিশ একাধিক পদক্ষেপ নিয়েছে। বুধবার শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রশাসনের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয় এবং খালপাড় ও কোর্ট চত্বর এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

শহরের সার্বিক তদারকিতে রয়েছেন মানিকগঞ্জ সদর সার্কেলের টিআই এডমিন প্রধান  জনাব হামিদুর রহমান হামিদ। তিনি শহরকে যানজটমুক্ত   বিষয়ে নিয়মিতভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

তবে শহরের কিছু এলাকায় যেমন জয়রা রোড ও মমতা চক্ষু হাসপাতালের সামনে জনবল সংকটের কারণে এখনো নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। এসব স্থানে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।

একজন ভুক্তভোগী জানান, “আমার বাবা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে গিয়ে যানজটে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে। পুলিশ প্রশাসনের নজর বাড়ানো খুব জরুরি।”

সাধারণ জনগণ মনে করেন, শহরের আনাচে–কানাচে গড়ে ওঠা ছোট দোকানপাট ও অবৈধ গাড়ি চলাচলের ওপর কঠোর ব্যবস্থা নিলে যানজট অনেকাংশে কমে আসবে।

প্রশাসন টিআই অ্যাডমিন জনাব মোঃ হামিদুর রহমান হামিদ জানিয়েছে, যানজট নিরসনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং শহরকে সুন্দর ও চলাচলযোগ্য রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat