রুমি রহমান, পরশুরাম প্রতিনিধি ;
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুল আলম শাকিল।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন মিন্টুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম সুফল ও মো. আরিফুল ইসলাম আরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, লোকমান হোসেন শিপন, জহিরুল করিম জনি, মো. রুবেল, গোলাম কিবরিয়া পাটোয়ারী সুমন ও সুমন চন্দ্র চক্রবর্তী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম মূহুরী, আবদুর রহমান, তৌহিদুল ইসলাম সুমন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিম পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, “দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। একটি মহল ধর্ম ও দলের নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।” তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বক্সমাহমুদ ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা দীর্ঘদিন পর এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এ জাতীয় আরো খবর..