নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি ;
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডুরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি ট্রাকে করে মাদক ব্যবসায়ীরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। পরে ভোর ৪টা ৫৫ মিনিটে চেকপোস্টে একটি ট্রাক থামানোর সময় চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করে। পরবর্তীতে ট্রাক তল্লাশি করে তিনটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল রঙের ১১টি প্যাকেটে মোড়ানো মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন - মো. সাইফুল আলম (৪৮), চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর গ্রামের মৃত আব্দুর শুক্কুরের ছেলে। মো. রুবেল হোসেন (৩০), লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পশ্চিম করইতলা গ্রামের রুহুল আমিনের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত ট্রাকটি শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন,“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..