×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ৪১৪ বার পঠিত

জাহিদ হাসান টিপু ভেদরগঞ্জ ,শরীয়তপুর ;



 ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চর মহিষখালি হাজী কান্দি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আজ সকাল ৮টা ৩০ মিনিটে ইমাম আকন (৫৫)-এর ওপর ছুরি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তিনি মৃত হাজী মোখলেস আকনের ছেলে। অভিযুক্ত হিসেবে নাম এসেছে তার আপন চাচাতো ভাই আবু কালাম আকন (৪৫)-এর; তিনি ইমামের ছোট চাচা সিরাজ আকন (৭০)-এর ছেলে।

স্থানীয়রা ইমাম আকনকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডিউটি-রত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করেন; পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক জমির সীমানা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবু কালাম আকন ছুরি দিয়ে ইমাম আকনকে আঘাত করেন। গ্রামবাসীর দাবি, বিরোধটির পেছনে মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন রয়েছে। গতকাল শনিবার খোকন আকন (৬০)—মৃত মোখলেস আকনের বড় ছেলে—ও তাঁর ছোট চাচা সিরাজ আকন (৭০)-এর মধ্যে এ নিয়ে তর্কাতর্কি হলে এলাকাবাসী সালিশ ডেকে উভয় পক্ষকে দলিল–কাগজ নিয়ে আইনি প্রক্রিয়ায় সমাধানের পরামর্শ দেয়। আজ সকালে সীমানা চিহ্নিতকারী কলা গাছ তুলে ফেলা’কে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে পরে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শী ও চাচাতো ভাই ইউসুফ আকন বলেন, “সকালে আবু কালাম নিজের বাড়ির সামনে উচ্চস্বরে গালাগাল করছিলেন এবং দেশীয় অস্ত্র দেখিয়ে খোকন আকন এর স্ত্রী রানী বেগমকে ভয়ভীতি দেখান। এ সময় ইমাম আকন ঘটনাস্থলে এসে কারণ জানতে চাইলে তর্ক বাড়ে। এক পর্যায়ে আবু কালাম ইমামের গলার দিকে ছুরি চালালে লক্ষ্যভ্রষ্ট হয়ে তা ডান গালে লাগে এবং মারাত্মক জখম হয়ে রক্তাত্ব হন ।পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই”।

ভুক্তভোগীর স্ত্রী সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেন, “এটি পূর্বপরিকল্পিত হামলা। জমি নিয়ে বিরোধের জেরে আমার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সখিপুর থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, “ভুক্তভোগী পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat