সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি ;
লালসার শিকার ১৪ মাসের শিশু। তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের পানিসাগরের পদ্মবিল এলাকায়। বাড়ির পাশে কাদার নিচ থেকে উদ্ধার হল মাত্র ১৪ মাসের এক শিশু কন্যার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পানিসাগর থানাধীন পদ্মবিল এলাকার ৫নং ওয়ার্ডে। শিশু কন্যার পরিবারের অভিযোগ, শিশুকন্যার ধষণের পর খুন করে মৃতদেহটি মাটির নিচে পুঁতে রাখে তারই দাদু জয়নাল উদ্দিন। এই ঘটনা সামনে আসতেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় এবং পরিবারের সদস্যরা দ্রুত খবর দেন পুলিশকে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে কাদা মাটির নিচ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদু জয়নাল উদ্দিন পলাতক ছিল। পুলিশি তৎপরতায় শেষমেষ রবিবার (১২ অক্টোবর ) সকালে আসামরাজ্যের শ্রী ভূমি ( করিমগঞ্জ ) জেলার নিলামবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে সোমবার (১৩ অক্টোবর ) আদালতে পেশ করা হবে।