×
সদ্য প্রাপ্ত:
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা মিরপুরে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় পাচারকালে ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ রূপগঞ্জে ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার বাংলাদেশী চিত্রশিল্পী ও লেখক শহিদুল আলম কে আটোক ইসরায়েলি বাহিনীর
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ১৬ বার পঠিত

খন্দকার মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ;


সারাদেশের ন্যায় বেলকুচি উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোর সমাজব্যবস্থায় জনগণের প্রত্যাশার প্রতিফলন লক্ষণীয়, যা গণমাধ্যম ও রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সামাজিক অবদানে কতটুকু মূল্যায়িত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, তা বিস্তারিতভাবে গণমাধ্যমে প্রকাশ করা প্রয়োজন। শুধুমাত্র এলাকার স্বচিত্রের দৃশ্যায়ন, উন্নয়ন ভাবনা, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়া এবং পরিবেশসম্মত কর্ম কতটুকু জনমনে আস্থা অর্জন করেছে, তা কর্ম এবং তার প্রতিদান দেখলেই বোঝা যায়।

বেলকুচি উপজেলার তাঁতশিল্প সমৃদ্ধ বাণিজ্যিক এলাকায় স্থানীয় বাসিন্দা ছাড়াও হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা হতে এসে এ অঞ্চলে কর্মসংস্থান পেয়ে জীবন-জীবিকা চালাচ্ছে। এ তাঁতশিল্পের মাধ্যমে এ অঞ্চলটি আলাদাভাবে পরিচিতি লাভ করেছে সারাদেশে এবং বহির্বিশ্বে রয়েছে এই এলাকার উৎপাদিত পণ্যের সুনাম।

কিন্তু অত্যন্ত অবহেলিত ও হতাশাগ্রস্ত এই এলাকার দরিদ্র মানুষগুলো। যুগ যুগ ধরে তাঁতশিল্পে শ্রমিক হিসেবে কাজ করে অবশেষে বৃদ্ধ বয়সে পরিবার-পরিজন নিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে অধিকাংশ তাঁতশ্রমিক পরিবার। অভাবের তাড়নায় অনেকেই ভিটেবাড়ি বিক্রি করে আয়-রোজগারের জন্য ছেলে সন্তানদের অন্য পেশায় দিয়েছে বাধ্য হয়ে। ঋণ-দেনা করে অনেকেই বিদেশে পাড়ি দিয়েছে, কেউ বা আবার হারিয়েছে স্ত্রী-সন্তানকে। এলাকা জুড়ে দেখা যায় তাঁতশিল্পের সাথে জড়িত শ্রমিকদের বেহাল দশা।

প্রত্যেক পরিবারের দুর্ভোগের গল্পগুলো নীরব দুর্ভিক্ষের হাতছানি দিয়ে মৃত্যুর করালগ্রাসে নিমজ্জিত করছে। হাতে গোনা কিছু তাঁত মালিক অনেক কৌশলে ব্যাংক ঋণ ও রাজনীতির ছত্রছায়ায় সুবিধা নিয়ে কোটিপতি হয়েছে। এরাই আবার এ অঞ্চলের রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের নিজ স্বার্থে আর্থিক সহযোগিতা দিয়ে ভবিষ্যৎ পথ প্রশস্ত করছে। ঘুরে ফিরে এক শ্রেণীর সুবিধাবাদী ব্যক্তিরা সরকারের দেওয়া সকল সুবিধা ভোগ করছে নীরবে রাজনীতির ছায়াতলে। যার দরুন এ অঞ্চলের তাঁতশিল্প ও বাণিজ্য উন্নয়নের কাঙ্ক্ষিত সুফল কিছু ব্যক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে। যখন যে সরকার আসে, সেখানেই এইসব ব্যক্তিরা সর্বাগ্রে সুবিধা পেয়ে থাকে অনৈতিক অর্থের বিনিময়ে।

এ অঞ্চলের অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন যুগ যুগ ধরে ঘূর্ণায়মান অবস্থায় আছে কিছু অসৎ ব্যবসায়ী ও সুবিধাবাদী ব্যক্তিদের হাতে।

এ বিষয়ে উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের অনুসন্ধান টিমের সদস্যদের তথ্যে উঠে আসে, এ শিল্পের নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে এ শিল্পের সকল উন্নয়ন রাজনীতির ছত্রছায়ায় কিছু অসৎ ব্যক্তিদের হাতে রক্ষিত। যা যুগ যুগ ধরে একই পন্থায় চলমান হয়ে আছে। এর নেপথ্যের ব্যক্তিদের মুখোশ উন্মোচন করা কষ্টসাধ্য কাজ। এদের রয়েছে প্রশাসনের মাঝে অসৎ ব্যক্তিদের সিন্ডিকেট। রাজনীতির নেপথ্যে রয়েছে গোপন লিয়াজো, সমিতি ভিত্তিক পেশিশক্তি, আর্থিক সহায়তায় ঝুঁকিমুক্তির পথ খোলা রাখা, মালিক পক্ষের ইচ্ছেমতো তাঁতশিল্পের শ্রমিকদের পরিচালনা করা, প্রতিবাদকারীদের শনাক্ত করে বিভিন্নভাবে নাজেহাল করা।

বাস্তবিক অর্থে শ্রমিকদের জীবন বিপন্নর এক শিল্পের নাম তাঁতশিল্প—যা কোনো কাল্পনিক গল্পকাহিনি নয়, সচিত্র এক দৃশ্যায়ন। সচেতন বিবেকবান ব্যক্তিদের জন্য অনুসরণীয়।

বাস্তবিকভাবে এ অঞ্চলের মানুষের তাঁতশিল্পের মাধ্যমে কতটুকু উন্নয়ন সাধিত হয়েছে তা জরিপ করা সময়ের দাবি। প্রান্তিকদের অবস্থান এবং তাঁত মালিকদের অর্থনৈতিক পরিবর্তন, গোপন ও প্রকাশ্যে স্থাবর ও অস্থাবর সম্পত্তির প্রকৃত অবস্থান  যাচাই করে দেখা প্রয়োজন, যা সরকারের রাজস্ব খাতে সহায়তা পাবে।

জনসার্থে এলাকাবাসীর দাবি বৈষম্য দূর করে শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা স্থির করা, মানবিক বিষয় মূল্যায়ন করা, বয়স্ক বা অসুস্থ শ্রমিকদের সহায়তা করা সহ দলমত নির্বিশেষে এ শিল্পের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়নের চেয়ে দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সকলকে আত্মনিয়োগ করার জন্য বিশেষভাবে অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন।

এ বিষয়ে গণমাধ্যম ব্যক্তিদের নিজ সুবিধা প্রাপ্তির চেয়ে জনস্বার্থে দৃষ্টি আকৃষ্ট করার জন্য বৈষম্য দূর করা, দুর্নীতি দূর করা, সঠিক পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা, সুবিধাবাদীদের মুখোশ উন্মোচন করা, রাজনীতির ছত্রছায়ায় সিন্ডিকেট করে কোটিপতি হওয়া ব্যক্তিদের চিহ্নিত করা এবং এ অঞ্চলের দরিদ্র মানুষের কল্যাণে সকল উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন।

এলাকার ভুক্তভোগী কিছু তাঁত শ্রমিক জানান, গণমাধ্যম কর্মী এবং রাজনীতিতে যুক্ত সচেতন ব্যক্তিদের সমন্বয়ে এ তাঁতশিল্প খাতে সরকারের দেওয়া সহায়তা সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করে মানবিক উদ্যোক্তাদের নিয়ে নতুনভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। যুগ যুগ ধরে এ শিল্পখাতের অর্থ লুটপাট করা ব্যক্তিদের এবং সুবিধাবাদীদের দুর্নীতির  তালিকায় নাম চিহ্নিত করা সময়ের দাবি।

এছাড়া এ শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এক ভয়াবহ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যা ব্যাপকভাবে জনসার্থে গণমাধ্যমে ও রাজনীতির মঞ্চে উপস্থাপন এবং দিকনির্দেশনামূলক আলোকপাত করা এবং শৃঙ্খল স্থায়ী টেকসই উন্নয়নে তাঁতশিল্পকে সমৃদ্ধ করার জন্য এলাকার সর্বস্তরের মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার প্রত্যাশা করছে এ  অঞ্চলের মানুষ এবং এ প্রতিবেদক।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat